Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৫

আমাদের শিশু

১৫ নভেম্বর ২০০৭ তারিখে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় সিডরের আঘাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১২টি জেলায় ৩,৪০৬ জন নিহত এবং ১,০০১ জন নিখোঁজ হয়। অনেক শিশু মা বাবা, অভিভাবক হারিয়ে অসহায় ও নিঃস্ব হয়ে পড়ে। এসব শিশুদের সুরক্ষা ও লালনপালনের উদ্যোগ গ্রহণ জরুরি। এ উপলব্ধি থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মার্চ, ২০০৮ তারিখের বৈঠকে এসব শিশুদের যথাসম্ভব তাদের নিকটতম আত্মীয়স্বজন, অভিভাবকের নিকট রেখে পুনর্বাসনের লক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদফতর সিডরে ক্ষতিগ্রস্ত পিতৃমাতৃহীন শিশুদের নিকট আত্মীয়স্বজনের সান্নিধ্যে এবং নিজ নিজ এলাকায় সুরক্ষার জন্য ‘আমাদের শিশু’ শীর্ষক একটি সমাজভিত্তিক শিশু সুরক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন নীতিমালা রয়েছে। ইউনিসেফ, বাংলাদেশের আর্থিক সহায়তায় সমাজসেবা অধিদফতর ‘আমাদের শিশু’ শীর্ষক বাস্তবায়ন নীতিমালার আলোকে সিডর আক্রান্ত ৩টি জেলার ৭টি উপজেলায় ২,১০০ পিতৃমাতৃহীন ও ঝুঁকিপূর্ণ শিশুকে সমাজভিত্তিক পুনর্বাসন এবং সুরক্ষার জন্য জুন ২০০৮ থেকে প্রতিমাসে শিশু প্রতি ১,৫০০ টাকা হারে ভাতা প্রদান করছে।