Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৫

মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র

১৯৭৩ সালে মহিলাদের জন্য দুটি সোসিও ইকোনোমিক ট্রেনিং সেন্টার চালু করা হয়। ঢাকার মিরপুর ও রংপুরের শালবনে প্রতিষ্ঠিত সেন্টার দুটিতে এ কার্যক্রম বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নেওয়া হয়। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা যাতে প্রশিক্ষণের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণ করে পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হয়, সে উদ্দেশ্যেই স্থাপিত হয় আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র। এ দুটি কেন্দ্রে বর্তমানে প্রশিক্ষণার্থীর সংখ্যা ২১৮ এবং শুরু থেকে এ পর্যন্ত ১৬,৬৩০ জন প্রশিক্ষণার্থীকে চামড়ার জিনিসপত্র তৈরি, ব্লক-বাটিক, প্রিন্টিং, ফুল তৈরি, উল বুনন, পুতুল তৈরি, দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারি, পোষাক তৈরি, বাঁশ ও বেতের কাজসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ প্রদান করা হয়।